‘ভল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনায় দেশবাসী আবারও হতবাক হয়েছে’

প্রতীকী ছবি

শুধু ছিঁচকে চোরদেরকে গ্রেপ্তার করে সাধারণ মানুষের বাহবা না কুড়িয়ে সংরক্ষিত স্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনার মূলহোতা ও তাদের মদদদাতাদেরকে চিহ্নিত করে সম্পদ বাজেয়াপ্তসহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।  

আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামি মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির উপরোক্ত দাবি জানিয়েছেন।

শহিদুল ইসলাম কবির বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউসে সংরক্ষিত ভল্ট থেকে ১৫ কোটি টাকা মূল্যের ১৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় দেশবাসী আবারও হতবাক হয়েছে। এর আগে ২০১৮ সনে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশির ভাগের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়ে।

ইসলামি মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সংরক্ষিত ভল্ট থেকে স্বর্ণ চুরি, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরিসহ একের পর এক চুরির ঘটনা কিসের ইঙ্গিত বহন করে? এমন চুরির ঘটনা দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ নয় কী?’

শহিদুল ইসলাম কবির বলেন, ‘৫২ বছরে দেশের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও নীতি নৈতিকতার মানদণ্ডে দেশের কথিত রক্ষকরা  উন্নত হতে পারেনি। যে কারণে বিভিন্নভাবে চুরি, ঘুষ, দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের দৌরত্ম্যে সাধারণ মানুষের জীবনযাপন যেমন দুর্বিষহ হয়ে উঠছে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পতিত হচ্ছে।’

LEAVE A REPLY