ইব্রাহিম আলী খান
বলিউডে পা রাখতে চলেছেন সাইফ আলী খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলী খান। করণ জোহরের প্রডাকশন হাউস থেকেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিমের। নিজের প্রথম চলচ্চিত্রেই কাজলের সঙ্গে অভিনয় করছেন ইব্রাহিম। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই দ্বিতীয় সিনেমার প্রস্তাব পেয়ে গেছেন সাইফপুত্র!
পিংকভিলার একটি প্রতিবেদন অনুসারে, দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস প্রযোজিত একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত করা হচ্ছে ইব্রাহিমকে। এটি একটি রোমান্টিক ড্রামা হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন কুণাল দেশমুখ।

পিংকভিলার প্রতিবেদন অনুসারে, ‘ইব্রাহিম আলী খান স্ক্রিপ্টটি পছন্দ করেছেন এবং এতে অভিনয়ের জন্য রাজি হয়েছেন।
এটি খুব ভারসাম্যপূর্ণ, সুলিখিত প্রেমের গল্প, যা ভালোবাসা এবং সংগীতময় একটি যাত্রা উপহার দেবে দর্শকদের। ইব্রাহিমের সাথে প্রযোজনা সংস্থার কথোপকথন হয়েছে। উভয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন এবং শিগগিরই সিনেমাটির চুক্তি সম্পন্ন করবেন ইব্রাহিম। গল্পের প্লটটি এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে।
সিনেমাটির অন্য লিড রোল এখনো চূড়ান্ত হয়নি। প্রতিবেদন অনুসারে, এটির শুটিং ২০২৩ সালের ডিসেম্বর থেকে শুরু হবে এবং বেশির ভাগই লন্ডনে শুটিং করা হবে।’
ইব্রাহিমের প্রথম চলচ্চিত্র একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র হতে যাচ্ছে। এর পরই রোমান্টিক চলচ্চিত্রে নিজেকে মেলে ধরাটা আসন্ন অভিনয়শিল্পী হিসেবে তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করছে বলেই মনে করছেন অনেকে। বলিউডে যে একেবারেই কাজ করার অভিজ্ঞতা নেই ইব্রাহিমের, তা নয়।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন ইব্রাহিম। ফিরে এসে কাজ শুরু করেন ইন্ডাস্ট্রিতে। করণের চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সেটেও ছিলেন সাইফপুত্র। তবে অভিনেতা নয়, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে এবার মূল অভিনেতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিমের।
সূত্র : পিংকভিলা