রবিবার রাতে লা লিগার ম্যাচে শেষ সময়ে রবার্ট লেভানদোস্কির পেনাল্টিতে ওসাসুনার বিরুদ্ধে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা।
আলেহান্দ্রো কাটেনার বিপক্ষে পোলিশ এই স্ট্রাইকার পেনাল্টি আদায় করে নেন। এই ঘটনায় ৮৪তম মিনিটে কাটেনা লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ফলে বাকি সময়টা ১০জন নিয়েই খেলতে হয়েছে স্বাগতিক ওসাসুনাকে।
কষ্টার্জিত এই জয়ের পর বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে ভালো খেলার অভাব রয়েছে। আমাদের আরো বেশি আক্রমণের দিকে নজড় দিতে হবে। পুরো দল কঠোর পরিশ্রম করছে। আজকের ম্যাচটাও কঠিন ছিল।
তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়াটা স্বস্তি ফিরিয়ে এনেছে। এল সাদারে জেতাটা সবসময়ই কঠিন।’
এই জয়ের পরও লা লিগার পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে বার্সা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট তাদের।
সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।