বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন গাভাস্কার

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই দেখার সুযোগ আসে অনেকদিন পর পর। সেই লড়াই বৃষ্টির কারণে ভেস্তে গেলে এর চেয়ে বড় দুঃখ আর কী হতে পারে? চলতি এশিয়া কাপে এমনটাই হয়েছে। ২৬৬ রানে অলআউট হওয়া ভারত ৬৬ রানে ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে তাদের পথ দেখায় হার্দিক পান্ডিয়া এবং ইশান কিশানের ১৩৮ রানের জুটি।

এই জুটি গড়ার পেছনে বাবর আজমের বাজে ক্যাপ্টেন্সিকে দায় দিলেন সুনিল গাভাস্কার।

হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে শুরু থেকেই বিপদে ছিল ভারত। মাঝের ওভারগুলোতে দুই স্পিনার শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজের ওপর চড়াও হন ইশান-হার্দিক। এখানেই বাবরের ভুল দেখছেন গাভাস্কার, ‘আমার মনে হয় বোলিংয়ের পরিবর্তনের কোনো যথার্থতা ছিল না।

কারণ, আপনার কাছে যদি তিনজন এমন পেসার থাকে যারা দ্রুত উইকেট নিয়েছে, তাহলে এক প্রান্তে আপনি অন্তত একজনকে বোলিং করাবেন। আমি জানি লম্বা স্পেল করা কঠিন, একজন তো এক প্রান্তে করতেই পারত, অন্য প্রান্তে শাদাব বা নেওয়াজ করত।’

ভারতের এই স্কোর পাকিস্তান তাড়া করে জিততে পারত কিনা- সেটা নিয়ে তর্কের সুযোগই নেই। কারণ বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাটিংয়েই নামতে পারেনি।

পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতের সুপার ফোরে যাওয়া আজ নেপাল ম্যাচের ওপর নির্ভর করছে। ভারতকে কিছু ‘রান উপহার’ দেওয়ার জন্য বাবরকে ধন্যবাদ দিতেও ভুলেননি ভারতের কিংবদন্তি ওপেনার, ‘মানে ভারত তো বড় ধন্যবাদই দেবে; কারণ, এর কারণেই জুটিটা মেলে ধরতে পেরেছে। সেটি না হলে পেসাররা যদি হার্দিক পান্ডিয়া বা ঈশান কিষানের মধ্যে একটি উইকেটও নিত, তাহলে ভারত ১৭৫ বা ২০০ করতেই ভুগত।’

LEAVE A REPLY