লিটন পাকিস্তান যাচ্ছেন, জানেন না পাপন!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তার বিপুল ক্ষমতা। নিয়মিতই দল নিয়ে, ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে কথা বলেন। কখনও নিজেই দল ঘোষণা করে দেন। অথচ সেই নাজমুল হাসান পাপন নাকি জানেন না যে, এশিয়া কাপ খেলতে লিটন কুমার দাস আজ পাকিস্তান যাচ্ছেন! বাংলাদেশ সুপার ফোরে ওঠায় এই তারকা ওপেনার দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

এশিয়া কাপের আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়েন লিটন দাস। তার সুস্থতার জন্য অপেক্ষা করে শেষ মুহূর্তে এনামুল হক বিজয়কে বদলি ওপেনার হিসেবে উড়িয়ে নেওয়া হয়। যদিও দুই ম্যাচের কোনোটিতেই তাকে একাদশে রাখা হয়নি। তখনই শোনা যায়, বাংলাদেশ সুপার ফোরে উঠলে লিটন দাসকে পাঠানো হবে।

শ্রীলঙ্কারব বিপক্ষে প্রথম ম্যাচে জঘন্য ব্যাটিংয়ের পর গতকাল রবিবার আফগানিস্তানকে ৮৯ রানে উড়িয়ে দেয় বাংলাদেশ। সেইসঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করে ফেলে।

ঘটনা পরিক্রমায় আজ বিসিবি সূত্রে জানা যায়, দলে ইনজুরি শঙ্কা থাকায় আজ রাতেই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাকিস্তানে পাঠানো হবে লিটনকে। ইতোমধ্যেই রাত ৯টার দিকে তার উড়াল দেওয়ার কথা।

অথচ বিসিবি সভাপতি এই খবর শুনে আকাশ থেকে পড়েন, ‘যাচ্ছে? এখানে তো নির্বাচকরাও এসেছিল। ওরাও তো… কীভাবে যাবে? অনুমোদন (বিসিবি সভাপতির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা, আমার কাছে একদম… (অবাক)। আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ ওখানে রাজ্জাক আছে, জালাল ভাই আছে।

ওদের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে বলেনি। এটা সামথিং নিউ।’

আজ ধানমণ্ডিতে জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে সভা শেষে গণমাধ্যমের কাছে বিসিবি সভাপতির বক্তব্যেই বোঝা যায়, যে কোনো কারণেই হোক এত বড় খবরটা তাকে জানানো হয়নি! পাপন আরও বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও (লিটন) আজকে যাচ্ছে। এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম। ওর আপডেট কি। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।’ পাপনের কাছে জানতে চাওয়া হয়- লিটন গেলে কে বাদ পড়বেন? পাপনের জবাব, ‘লিটন তো অটোচয়েজ। সে তো খেলবেই। টিম ম্যানেজমেন্ট আছে তারা চিন্তা করবেন কাকে খেলাবেন।’

LEAVE A REPLY