ভারতের মাটিতে প্রথম অতিথি

আসন্ন জি-২০ সম্মেলনে হতে চলেছে বিভিন্ন দেশের নেতাদের মহাসমাগম। ভারতের মাটিতে প্রথম অতিথি হয়ে এলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ অনুরোধে ছয়দিনের দিল্লি সফরে এসেছেন তিনি। মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ‘ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে’ পৌঁছান তিনি। 

নাইজেরিয়ার বিশেষ উপদেষ্টা আজুরি এনগেলে বলেছেন, ‘প্রেসিডেন্ট টিনুবু ভারতে তার সময়কে বিভিন্ন সভা এবং ব্যস্ততার মাধ্যমে দেশে বৈশ্বিক পুঁজি এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে ব্যবহার করবেন।’ 

তিনি আরও বলেন, ‘নাইজেরিয়ার অর্থনীতির মূল শ্রম-নিবিড় খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব সম্প্রসারণের জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার ব্যাপারেও আলোচনা করা হবে।’ 

এনডিটিভি।

LEAVE A REPLY