জয় ও বীর, একই স্কুলে দুই ভাই!

শাকিবের কোলে জয় ও বীর

শাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে। ২০১৮ সালে তাঁকে রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ঢাকায় ভর্তি করানো হয়।

সেই একই স্কুলে এবার শাকিব খান বুবলীর ছেলে শেহজাদ খান বীরকেও ভর্তি করানো হলো। আজ বৃহস্পতিবার বাবা শাকিব খান ও মা বুবলীর সঙ্গে স্কুলে গিয়েছে বীর।

স্কুলে যাওয়ার আগে বীরের কান্নাভেজা চোখ ক্যামেরায় ধরা পড়ে।

কাকতালীয় হলেও সত্য আব্রাম খান জয়ের স্কুলের প্রথম দিনটিও ছিল বৃহস্পতিবার। ঠিক পাঁচ বছর পর শেহজাদ খানকে বীরও একই দিনে স্কুলে গেল। জয়কে ভর্তি করানো হয়েছিল দুই বছর আড়াই মাস বয়সে।

এত অল্প বয়সে স্কুলে কেন জয়কে ভর্তি করানো হয়েছিল? 

সে সময় অপু বলেছিলেন, ‘স্কুলে যাওয়া-আসার মধ্য দিয়ে জয়ের বন্ধু তৈরি হবে। এটা ওর মানসিক বিকাশে সহযোগিতা করবে। স্কুলে পড়াশোনাটা আসল বিষয় না, সে একটা নিয়মের মধ্যে বেড়ে ওঠা শিখবে। আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর পরিবেশও পাবে।

আমাদের দেশে সাধারণত দুই বছরের শিশুকে স্কুলে ভর্তি করানো হয় না। তবে দেশের বাইরে দেখেছি, শিশুদের ফ্রি স্কুলে পাঠানো হয়। সেটা ভেবেই জয়কে স্কুলে দেওয়া।’ 

এদিকে বেশ কিছু ছবি পোস্ট করে বিশেষ এই দিনটির কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন বুবলী। বুবলী বলেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার।

কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’

LEAVE A REPLY