আজ সন্ধ্যা থেকেই বাংলাদেশের সিনেমা হলে ‘জওয়ান’

সিনেমার পোস্টার থেকে

শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আজ। বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা পড়েছিল। আজ বৃহস্পতিবার দুপুরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘জওয়ান’। ফলে বাংলাদেশেও সারা বিশ্বের মতো আজই মুক্তি পাবে শাহরুখ খানের এই বহুল প্রত্যাশিত সিনেমা।

‘জওয়ান’-এর বাংলাদেশের পরিবেশক অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। তিনি জানান, বৃহস্পতিবার থেকেই একযোগে জওয়ান বাংলাদেশের ৪১টি সিনেমা হলে চলবে।

সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আজ দুপুর ১২টায় আমরা ছবিটা দেখা শুরু করেছি। তিন ঘণ্টার ছবি।

দেখা শেষে বোর্ড আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরো আছেন দীপিকা পাড়ুকোন। অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ।

‘জওয়ান’ ছবির কেন্দ্রে যে রয়েছে একেবারে অন্যরকম কাহিনি, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে।

বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি। অন্যদিকে ধারণা করা হচ্ছে, ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। যার বাজেট ৩০০ কোটি রুপি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

‘জওয়ান’ দিয়ে নতুন এক নজির তৈরি হলো। এই প্রথম কোনো হিন্দি সিনেমা একই তারিখে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। একই সঙ্গে শুক্রবারের সিনেমা মুক্তির প্রথাও ভেঙে যাচ্ছে।

LEAVE A REPLY