ফ্ল্যাট প্রতারণায় ইডির তলব: কে এই রূপলেখা মিত্র?

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় ইডি তলব করেছে অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহানকে। আগামী সপ্তাহে হাজিরা দিতে হবে নুসরাতকে। ইডি সূত্র এ তথ্য জানিয়েছে। 

এই মামলাতেই তদন্তকারী সংস্থা ডেকে পাঠাল আরও এক অভিনেত্রীকে। তার নাম রূপলেখা মিত্র। 

নুসরাতের মতো প্রথমসারির নায়িকা না হলেও টালিউডের পরিচিত মুখ রূপলেখা। রাকেশ সিং যে কোম্পানির মাথা ছিলেন- সেই ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের’ তিনজন ডিরেক্টর ছিলেন- রাকেশ সিং, নুসরাত জাহান এবং রূপলেখা মিত্র। 

প্রথম দুজনের পর এবার তৃতীয় ডিরেক্টরকেও তলব করল ইডি। তদন্ত সূত্রে উঠে আসছে রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে ২০ কোটি টাকা নয়ছয় করা হয়েছে রাকেশ সিংয়ের কোম্পানি থেকে। 

শিবপ্রসাদ-নন্দিতা জুটির সিনেমা ‘ইচ্ছে’-তে অভিনয় করেছেন রূপলেখা। রাকেশ সিংয়ের প্রযোজনাতেই তৈরি সিনেমা ‘কলি’তে নায়িকার চরিত্রে কাজ করেছিলেন রূপলেখা। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। যেখানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও অভিনয় করেছিলেন। ছিলেন তুলিকা বসু, রাজেশ শর্মা, খরাজ মুখোপাধ্যায়ের মতো টালিউডের নামি অভিনেতারা। ওড়িয়া সিনেমায়ও কাজ করেছেন রূপলেখা। 

‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের’ বোর্ড অব ডিরেক্টরসদের যে বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন রূপলেখা মিত্র। নথিতে সই রয়েছে তার। বাজার থেকে যে ২০ কোটি টাকা তোলা হয়েছিল, তা কোথায় গেল? জানতে চায় ইডি। এই টাকা থেকে কারা লাভবান হয়েছেন? সংস্থার সঙ্গে নুসরাত জাহানেরই বা কী লেনদেন হয়েছে- এসব প্রশ্নের মুখোমুখি হতে হবে রূপলেখাকে। 

সোমবার ইডি অফিসে হাজির হয়ে নুসরাত তথা ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান একাধিক অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। 

অভিযোগকারীদের দাবি, সমবায়ের মাধ্যমে ফ্ল্যাট পাওয়ার জন্য টাকা জমা দিলেও আজ পর্যন্ত ফ্ল্যাট পাননি তারা। এ ঘটনায় অভিযোগ করা হয়েছে গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। এর তদন্ত করছেন কলকাতা পুলিশ ও ইডির গোয়েন্দারা। 

নুসরাতকে ইডি সমন পাঠিয়েছে এ খবর জানাজানি হওয়ার পর থেকেই আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বসিরহাটের সংসদ সদস্য। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, এরকম যদি কোনো বিষয় থাকে আমি নিশ্চিতভাবে সহযোগিতা করব। যদি এমন কিছু সত্যিই ঘটে থাকে তাহলে আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো তদন্তে সহযোগিতা করব।

LEAVE A REPLY