অনলাইনে ফাঁস হয়ে গেল ‘জওয়ান’

ফাইল ছবি

বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সূত্রের খবর টরেন্ট ওয়েবসাইটে মিলছে ‘জওয়ান’-এর এইচডি ভার্সন। তামিলরকার্স, টেলিগ্রাম, মুভিরুজের মতো ওয়েবসাইটগুলোতেও ফাঁস হয়ে গেছে সিনেমাটি।

তবে ‘জওয়ান’-এর প্রথম দিনের ব্যবসায় এই পাইরেসির প্রভাব খুব বেশি পড়েনি না বলেই ধারণা বিশেষজ্ঞদের। কারণ ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

কপিরাইট আইন অনুসারে থিয়েটারে বসে ক্যামেরার মাধ্যমে সিনেমার ভিডিও রেকর্ড করা এবং তা ছড়িয়ে দেওয়া আইনত অপরাধ। এ জন্য কড়া শাস্তিবিধানও রয়েছে।

তবুও শত চেষ্টা করেও হিন্দি সিনেমার পাইরেসি আটকানো যাচ্ছে না।

অনলাইনে ‘জওয়ান’ ফাঁস হওয়া নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের। প্রযোজনা সংস্থাটি এর আগে অবশ্য কড়া ব্যবস্থা নিয়েছিল ‘জওয়ান’-এর লিক ভিডিও নিয়ে। আগস্ট মাসে টুইটারে এ সিনেমার বেশ কিছু দৃশ্য ফাঁস হয়ে যায়।

এরপর গত ১০ আগস্ট মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করে গৌরী-শাহরুখের সংস্থা।

এফআইআরে উল্লেখ করা হয় পাঁচটি টুইটার হ্যান্ডেলের বিষয়, যেখান থেকে ওই ভিডিওগুলো ছড়ানো হয়েছে। পাশাপাশি প্রযোজনা সংস্থার তরফে দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়। হাইকোর্ট ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তৎক্ষণাৎ ওই ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দেওয়ার নির্দেশ দেয়।

LEAVE A REPLY