ভারতীয় দলে যোগ দিলেন লোকেশ রাহুল; বাদ পড়বেন কে?

ইনজুরি কাটিয়ে এশিয়া কাপের ভারতীয় দলে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। কলম্বোতে বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলনও করেছেন। অনুশীলনের সময় কোনো রকম অস্বস্তি দেখা যায়নি রাহুলের মাঝে। প্রথমে তিনি থ্রোডাউনের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন।

পরে শ্রেয়স ও রাহুলকে একসঙ্গে ব্যাট করতে দেখা যায়। প্রশ্ন উঠেছে, রাহুল যদি ভারতের একাদশে আসেন, তাহলে বাদ পড়বেন কে?

গত আইপিএল খেলার সময় চোট পাওয়া রাহুলের নাম এশিয়া কাপের দলে ছিল। তবে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় আগেই জানিয়েছিলেন, রাহুল গ্রুপ পর্বে খেলতে পারবেন না। সুপার ফোরে তাকে পাওয়া যাবে।

আগামী ৯ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু করবে ভারত। শোনা যাচ্ছে, রাহুল দলে যোগ দেওয়ায় ভারতের একাদশে পরিবর্তন হতে পারে। বাদ পড়তে পারেন ঈশান কিশান। যার ব্যাটেই পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিল ভারত।

ভারতীয় গণমাধ্যমে আবার অন্য রকম খবরও ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি বিশ্বকাপের দল ঘোষণার সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, ঈশান ও রাহুলকে একসঙ্গে খেলানো হতে পারে। এশিয়া কাপে এমন হলে বাদ পড়তে পারেন ওপেনার শুভমান গিল। যিনি কয়েকটি ম্যাচে রান পাননি। তার জায়গায় ইশানকে ওপেনিংয়ে পাঠিয়ে রাহুলকে মিডল অর্ডারে খেলানো হতে পারে।

LEAVE A REPLY