কঙ্গনা ও শাহরুখ
বিশ্ব যখন শাহরুখের জাদুতে বিভোর, তখন বাদ গেলেন না কঙ্গনা রানাওউতও। যে কঙ্গনা বলিউডের সিংহভাগের মধ্যেই ত্রুটি খুঁজে পান, সেই কঙ্গনাই এবার শাহরুখে মুগ্ধ হলেন। ‘জওয়ান’ মুক্তির দিনেই ইনস্টাগ্রামে শাহরুখকে ‘সিনেমার ঈশ্বর’ বললেন কঙ্গনা! সঙ্গে এ-ও বললেন, তিনি শাহরুখের পরিশ্রমকে শ্রদ্ধা করেন।
বরাবরই বলিউডের খান থেকে কুমার দের একহাত নিয়েছেন কঙ্গনা।
তার নিশানায় পড়তে হয়েছে বলিউডের তাবড় সব তারকাকে। এবার সেই কঙ্গনার উল্টো সুর।
অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরো লেখেন ‘‘৯০-এর দশকের রোমান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে।
প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তবজীবনেও কম নায়োকোচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয় তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যবসায়সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।
’’
বলিউডের মুভিরিভিউজে দেওয়া তথ্যসূত্রে জানা গেছে, শুধু হিন্দি ভাষায়ই ‘জওয়ান’ আয় করেছে ৬৪ থেকে ৬৬ কোটি রুপি! অন্যদিকে তামিল ও তেলুগু ভাষায় সিনেমাটি আয় করেছে ৬ থেকে ৮ কোটির মতো!
সব মিলিয়ে শুধু ভারতে ‘জওয়ান’ প্রথম দিনে ৭০ থেকে ৭৪ কোটি রুপির মতো আয় করেছে বলেই ধারণা মুভিরিভিউজের। সিনেমার বক্স অফিস নিয়ে স্বচ্ছ হিসেব প্রকাশ করা পোর্টালটি মনে করছে, মুক্তির প্রথম দিনে ‘জওয়ান’ বিশ্বব্যাপী ১১৫ থেকে ১২৫ কোটি রুপি আয় করেছে!
বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার৷ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন শাহরুখ।