মায়ামির জয়ে গোল করলেন আর্জেন্টিনার ফাকুন্দো

লিওনেল মেসিকে ছাড়াই মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে কানসাস সিটিকে হারিয়ে দিয়েছে ইন্টার মায়ামি। প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে তারা জয় পেয়েছে ৩-২ গোলে। দ্বিতীয়ার্ধে মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। জোড়া গোল করেছেন ইকুয়েডরের ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা।

বাংলাদেশ সময় রবিবার সকালে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান কাম্পানা। প্রথমার্ধের শেষ মুহূর্তে দলকে ২-১ গোলে এগিয়ে দেন লিওনার্দো কাম্পানা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মায়ামি দুর্দান্ত ফুটবল উপহার দেয়।

এর ফলও পেয়ে যায় হাতেনাতে। ৬০তম মিনিটে অসাধারণ এক গোলে স্কোরলাইন ৩-২ করেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। 

৭৮ মিনিটে কানসাস সিটি একটি গোল পরিশোধ করলেও আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ফারিয়াসের গোলটিই পার্থক্য গড়ে দেয়।

উল্লেখ্য, মেসিসহ ইন্টার মায়ামির ৮ ফুটবলার জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করছেন। যে কারণে  তুলনামূলক ‘দুর্বল’ দল নিয়েই তাদের মাঠে নামতে হয়েছে। মেসি যোগ দেওয়ার পর থেকে এই নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল মায়ামি। ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মায়ামির অবস্থান পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে। আর ৬ পয়েন্ট পেলেই তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে।

LEAVE A REPLY