বাবা হলেন জনপ্রিয় গায়ক অনীক ধর
ফের বাবা হলেন কলকাতার জনপ্রিয় গায়ক অনীক ধর। সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে অনীকের স্ত্রী দেবলীনা জন্ম দিলেন এক ফুটফুটে পুত্রসন্তানের। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ফের বাবা হওয়ার খবর দিয়েছেন অনীক।
সামাজিক মাধ্যমে অনীক লিখেছেন, ‘আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্যসম্পন্ন পুত্রসন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন।
ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্ক্ষীর বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য প্রার্থনা করবেন।’
এর আগে জুলাই মাসে সামাজিক মাধ্যমে অনীক জানিয়েছিলেন ফের বাবা হতে যাওয়ার খবর। শেয়ার করেছিলেন স্ত্রীর সাধের ছবি ও ভিডিও।
সারেগামাপা দিয়ে খ্যাতি অর্জন করা অনীক ২০১৪ সালে ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন। এরপর ২০১৮ সালের আগস্টে মেয়ের বাবা হন অনীক ধর। নাম রাখেন আদ্যা। তার মেয়ের বয়স এখন ৫।
টলিউডের পাশাপাশি, বলিউডের সিনেমায়ও গান গাইছেন অনীক। জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’ সিনেমার গানে সুরও দিয়েছিলেন তিনি।