অভিনয়ে ব্যর্থ হলে ‘ব্যাকআপ প্ল্যান’ ছিল কৃতির!

কৃতি স্যানন

এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন। ‘মিমি’ চলচ্চিত্রে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। বর্তমানে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন কৃতি। তবে অভিনয় জগতে আসাটা মোটেও সহজ ছিল না তার জন্য।

এমনকি ভবিষ্যতের বিষয়ে মা-বাবাকে নিরাপদ বোধ করানোর জন্য একটি ব্যাকআপ পরিকল্পনা নিয়েই চলচ্চিত্রশিল্পে প্রবেশ করেছিলেন কৃতি। তিনি জিম্যাট পরীক্ষা দিয়েছিলেন, তার ফিল্ম ক্যারিয়ার ব্যর্থ হলে তিনি নিজের ক্যারিয়ার অন্য পথে গড়বেন বলে।

সম্প্রতি কার্লি টেলসের সাথে একটি সাক্ষাৎকারে কৃতি শেয়ার করেছেন, একটি মধ্যবিত্ত পরিবার থেকে আসা সত্ত্বেও ভারতীয় চলচ্চিত্রশিল্পে যোগদানের জন্য তার মা-বাবাকে বোঝানোর জন্য তাকে খুব বেশি প্রচেষ্টা করতে হয়নি। কৃতির বাবা একজন সিএ এবং মা একজন অধ্যাপক।

অভিনেত্রীকে একমাত্র শর্ত পূরণ করতে হয়েছিল, চলচ্চিত্রের পাশাপাশি একটি প্ল্যান বি থাকা। কৃতি বলেন, ‘এতে খুব বেশি বোঝানোর দরকার ছিল না; কিন্তু আমাকে তাদের একটি ব্যাকআপ পরিকল্পনা দিতে হয়েছিল। আমাকে জিম্যাট পরীক্ষা দিতে হয়েছে এবং ভালো স্কোর পেতে হয়েছে।’

1

কৃতি বলেন, “আমি সবেমাত্র মুম্বাইতে চলে এসেছি।

আমি জিম্যাট প্রস্তুতি ক্লাসে যাচ্ছিলাম, যখন আমি সিনেমার জন্য চেষ্টা করছিলাম। সেই সঙ্গে মডেলিং করছিলাম। আমি আমার প্রথম তেলুগু ফিল্ম ‘১ : নেনোক্কাদিন’ (মহেশ বাবুর সঙ্গে) পেয়েছি এবং আমি ‘হিরোপান্তি’ও পেয়েছি। ‘হিরোপান্তি’ এবং আমার তেলুগু ফিল্মটির দ্বিতীয় শিডিউল দুই মাস পরে শুরু হওয়ার কথা ছিল। তাই মাঝখানে আমার দুই মাস সময় ছিল এবং আমি তখন জিম্যাট পরীক্ষা দিয়েছিলাম।

কৃতি বিশ্বাস করেন, ব্যাকআপ পরিকল্পনা তাকে কাজের জন্য মরিয়া হওয়া থেকে বাঁচিয়েছে। তিনি শেয়ার করেছেন, ‘আমি মধ্যবিত্ত, নন-ফিল্ম পরিবার থেকে আসা। তাই আমার মা-বাবার উদ্বেগ বুঝতে পারি। আপনার একটি প্ল্যান বি থাকলে যা হয় তা হলো আপনি কাজের জন্য মরিয়া নন। আপনি উৎসাহী; কিন্তু আপনি মরিয়া নন। যা আমাকে বেশ নির্ভার রেখেছে।’

মহেশ বাবুর সঙ্গে তেলুগু চলচ্চিত্র ‘১ : নেনোক্কাদিন’ এবং টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপান্তি’ করার পর বেশ জনপ্রিয়তা পান কৃতি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। জায়গা করে নিয়েছেন বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায়।

কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘শেহজাদা’ চলচ্চিত্রে। এরপর অভিনেত্রীকে দেখা যাবে টাইগার শ্রফের সঙ্গে ‘গানপাথ’ চলচ্চিত্রে। এ ছাড়াও শাহিদ কাপুরের সঙ্গে একটি রোমান্টিক চলচ্চিত্রেও দেখা মিলবে কৃতির।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY