বিচ্ছেদের পর কনসার্টে আবেগপ্রবণ জো জোনাস

বিচ্ছেদের পর প্রথম কনসার্টে গান গাইতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মার্কিন গায়ক জো জোনাস। জোনাস ব্রাদার্স ব্যান্ডের অন্যতম ভোকাল জো শনিবার রাতে ডজার স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস কনসার্টে তার ভক্তদের উদ্দেশ্যে কথাও বলেছেন। তিনি বলেছেন, “এটি একটি পাগলামির সপ্তাহ গেল। আমি শুধু বলতে চাই, আপনারা যদি এই ঠোঁট থেকে কিছু শুনতে না পান তবে তা বিশ্বাস করবেন না।

ঠিক আছে?”

জো আরো বলেছেন, “আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি এবং আমার পরিবার আপনাদের ভালোবাসি।” ৩৪ বছর বয়সী জো এরপর ‘হ্যাজিটেট’ গানটি গেয়েছিলেন শ্রোতাদের জন্য। এই গানটি এর আগে সোফি টার্নারকে উৎসর্গ করেছিলেন জো।

গানটি গাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন জো।

1

বিয়ের চার বছর পর এই মাসের শুরুতে ‘গেম অফ থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জো। তাদের সংসারে দুটি মেয়ে রয়েছে। এই জুটির বিচ্ছেদ অনেকের কাছে ধাক্কার মতো লেগেছিল, কারণ তাদের সুখী দম্পতি বলেই জানত সকলে।

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন দুজন, সেই সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন সময় তাদের বিভিন্ন অভিযোগ উঠে এসেছে বেশ কয়েকটি প্রতিবেদন। 

এর আগে টিএমজেড-এর করা প্রতিবেদন অনুসারে, জো একটি রিং ক্যামেরায় এমন কিছু শুনেছেন বা দেখেছেন যার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের বিয়েটা ভেঙে যাচ্ছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে টার্নার প্রচুর পার্টি করতেন ও তার জীবনধারা প্রভাব ফেলেছে দাম্পত্য জীবনে যেখানে জো নিরিবিলি জীবনযাত্রা ও বেশিরভাগ সময় বাড়িতে থাকাটাই পছন্দ করেন।

পেজ সিক্স রিপোর্ট করেছে যে, জো দীর্ঘদিন ধরে এই দাম্পত্য জীবনে অসুখী ছিলেন এবং বিবাহবিচ্ছেদ তার জন্য শেষ অবলম্বন ছিল। তিনি তার মেয়েদের জন্য সর্বোত্তম সবকিছু করতে চেয়েছিলেন এবং এ বছর তিনি এবং টার্নার বিচ্ছেদের পথেই পা বাড়াতে শুরু করেন।

তবে টিএমজেডের আরো একটি প্রতিবেদনে দুঃখ প্রকাশ করা হয়েছে যে, টার্নারের প্রতি এতটা সদয় ছিলেন না জো। টার্নার যখন তাদের দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর শারীরিক সমস্যাজনিত কারণে লড়াই করছিলেন এবং বাচ্চাদের সাথে বাড়িতে থাকতে চাইতেন, জো তখন তাকে ইন্ডাস্ট্রি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চাপ দিতেন বলে অভিযোগ রয়েছে।

তবে এসব ভিন্ন ভিন্ন অভিযোগ ও প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এই দম্পতি। তারা উভয়েই গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতি জারি করে জানান যে তারা পারস্পরিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আদালতে বিচ্ছেদের আবেদনও করেছেন দুজন।

সূত্র : বিলবোর্ড

LEAVE A REPLY