এ আর রহমান
এ আর রহমানের গানের জলসা ‘মরক্কুমা নেনজাম’-এ ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। হাতাহাতি, নারী হেনস্তার শিকার হওয়া থেকে শুরু করে শিশুদের পদদলিত করার মতো ঘটনার সাক্ষী হলো দর্শক।
১০ সেপ্টেম্বর এ ঘটনা ঘটেছে ভারতের চেন্নাইয়ের আদিত্যরাম প্যালেসে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবার কাছে ক্ষমা চেয়েছেন খ্যাতিমান সংগীততারকা এ আর রহমান নিজে।
একই সঙ্গে সংগীত জলসায় আসা দর্শককে টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ারও অঙ্গীকার করেছেন অস্কারজয়ী এই সংগীত পরিচালক।
