ছেলের নাম নিয়ে বিতর্কের অবসান ঘটালেন কারিনা

কারিনা ও ছেলে তৈমুর

প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্মের পর থেকে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন সাইফ-কারিনা দম্পতি। তৈমুর লংয়ের মতো অত্যাচারী সুলতানের নামে নাম রাখায় ক্ষিপ্ত হন গোঁড়া হিন্দুত্ববাদীরা। এমনকি এই সমালোচনা থেকে রেহাই পায়নি ছোট্ট তৈমুরও। প্রতিনিয়ত সন্তানের নাম নিয়ে সমালোচনা কতটা অসহনীয় ছিল কারিনার, সম্প্রতি সেটাই জানালেন এই অভিনেত্রী।

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এসে কারিনা কাপুর বলেন, ‘আমার মনে হয় না কোনো মা বা তাঁর সন্তানকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি এখনো জানি না, এর পেছনে কারণ কী ছিল। কাউকে অসন্তুষ্ট করার জন্য কোনো কিছু করা হয়নি। আমি বিশ্বাস করি, আমাদের দেশে বাকস্বাধীনতার অধিকার রয়েছে।

শুধু তাই নয়, যার যা খুশি সেটা সে করতে পারে। আমি ও সাইফ সেটাই বিশ্বাস করে এসেছি।’

কারিনা আরো জানান, ‘তার ছেলের নামের সঙ্গে অত্যাচারী শাসক তৈমুরের কোনো সম্পর্ক নেই। এই নাম নেওয়া হয়েছে সাইফ আলির ছোটবেলার এক বন্ধুর নামের অনুসরণে।

ছোটবেলার এক বন্ধুর নাম তৈমুর। এই নামটা ওর খুব পছন্দ। যদি আমাদের ছেলে হয়, তাহলে বন্ধুর নামে ছেলের নাম তৈমুর রাখবে।’

যদিও ছেলের নাম নিয়ে বিতর্ক চলাকালীন সাইফ জানিয়েছিলেন, তার ছেলের নামের মানে ‘ইস্পাত’ বা ‘লোহা’। এর সঙ্গে শাসক তৈমুরের কোনো সম্পর্ক নেই।

ছেলের নাম নিয়ে এই সমালোচনা কারিনার কাছে অপ্রত্যাশিত ছিল বলেই জানান তিনি। তিনি বলেন, ‘সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিই, আমার সন্তানের যে রকম ইচ্ছা নাম আমি দেব। ততক্ষণ পর্যন্ত আমার কিছু যায় আসে না, যতক্ষণ আমার সন্তান ভালো আছে। আমরা ভালো আছি। দুনিয়ার মানুষ যা ইচ্ছা বলুক, যেভাবে ইচ্ছা ট্রল করুক, আমি কান দেব না।’

LEAVE A REPLY