রেকর্ডের চূড়ায় ‘জওয়ান’, ৬ দিনে আয় ৬১৫ কোটি

‘জওয়ান’

প্রত্যাশা অনুযায়ী মুক্তির পরপরই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’। মাত্র ছয় দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটির আয় ছাড়িয়েছে ‘জওয়ান’। শাহরুখ খানের অ্যাকশন ফিল্মটি বিশ্বব্যাপী ৬১৫ কোটির বেশি আয়ের পাশাপাশি ভারতে মাত্র ছয় দিনে ৩০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। 

সূত্র অনুসারে, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ শুধু ভারতেই ষষ্ঠ দিনে ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে।

বুধবার এক্সে (টুইটার) বাণিজ্য ও চলচ্চিত্র বিশ্লেষক মনোবালা বিজয়বালান জানিয়েছেন, ‘জওয়ান’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৬০০ কোটি গ্রস আয় অতিক্রম করেছে। শুধু ভারতে ষষ্ঠ দিনে ১০ লাখ ৩৩ হাজার ৯৮৪টি টিকিট বিক্রি হয়েছে।

ষষ্ঠ দিনের আয় শেয়ার করে তিনি আরো টুইট করেছেন, “হিন্দি শো ১১ হাজার ৬০০টি, আয় ১৯.০২ কোটি টাকা, তামিল শো এক হাজার ৪৯টি, আয় ১.৬১ কোটি, ৮৬৪টি তেলুগু শোতে আয় ১.০৯ কোটি। মোট ২৭.২১ কোটি।

স্যাকনিল্কের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ‘জওয়ান’ মঙ্গলবার সব ভাষায় আনুমানিক ২৬.৫ কোটি আয় করেছে। ছয় দিনে সব ভাষায় ভারতে ৩৪৫.০৮ কোটি আয় করেছে সিনেমাটি।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ।

সূত্র : স্যাকনিল্ক

LEAVE A REPLY