১২ বছর ধরে বিটিভি ডাকে না, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন গায়ক

মুহিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ সংগীতশিল্পী মুহিন খান। যেখানে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আধুনিক গানের সংগীতশিল্পী হওয়ার দীর্ঘ ১২ বছর পরও ডাক না পাওয়ার আক্ষেপের কথা উঠে এসেছে।

একই সঙ্গে সংগীতকে দলীয়করণ এবং সংগীত-সংশ্লিষ্টদের ক্ষতি করার চেষ্টায় জড়িত থাকার বিষয় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন এই গায়ক। এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে বুধবার দুপুরে কালের কণ্ঠকে জানালেন গায়ক মুহিন।

এর আগে নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে এক পোস্টে তিনি লেখেন, ‘গানে বাঁচি, গানে আটকে আছি। এবার প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত লিখছি। আমি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত আধুনিক গানের কণ্ঠশিল্পী হওয়ার দীর্ঘ এক যুগ পূর্তি হয়েছে ক’বছর আগে। তবে এই এক যুগেও আমাকে ডাকা হয়নি।

তালিকা অনুযায়ী বাৎসরিক অনুষ্ঠান পাওয়ার কথা, সেটাও দেওয়া হয় না। কারা এ ধরনের কাজ করতে পারেন, আমার জানা দরকার এবং কিছুটা জানিও, নাম প্রকাশ করব খুব শিগগিরই। তিনি লেখেন, আমি জানতে চাই গত ১২ বছর তো ডাকলেন না ঠিক আছে।’

তিনি বলেন, কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হওয়ার পরও যারা এ ধরনের কালো তালিকা করে দেশের সংগীত ও সংস্কৃতিকে দলীয়করণ করতে চান তাদের বলছি, মনে রাখবেন, এই আপনাদের জন্যই বারবার এ দেশের শিল্পীদের দলীয়করণ করে অবরুদ্ধ করা হয়, হচ্ছে।

পুরস্কারপ্রাপ্তির সময় সেই মানুষগুলোর সুন্দর চেহারা দেখেছি; আপনাদের জন্য তবুও দোয়া। আমি দরখাস্ত লিখব এবং সেই সঙ্গে এই কালো মানুষগুলো যেন তাদের ভুল থেকে ফিরে আসেন সেই দোয়া করব। 

মুহিন বলেন, সঙ্গে বলব, ১০ শতাংশ কর কর্তন না করে সব শিল্পীর সম্মানী অন্তত পাঁচ গুণ বৃদ্ধি করা হোক। এই কালোবাজারি লোক থেকে সত্যি আমরা শিল্পীসমাজ মুক্ত হতে চাই। মনে রাখবেন, মানুষের হক মেরে খেলে আপনার একদিন একই অবস্থা হবে।

বুধবার দুপুরে মুহিন কালের কণ্ঠকে বলেন, আমি প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লিখছি। এই অনিয়ম নিয়ে কথা বলা দরকার। যেহেতু বিটিভি আমাকে কারণ দর্শায়নি, কেন আমাকে গাইতে ডাকা হয়নি। সেহেতু আমার পথ একটাই। যেদিন আমি চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেব সেদিন ফেসবুকেও চিঠিটি পোস্ট করব। 

LEAVE A REPLY