ভিয়েতনামে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৫৬

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট আগুন লেগে ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

আগুন লাগার পর উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা ৭০ জনকে উদ্ধার করেন। নিহত ৫৬ জনের মধ্যে ৩৯ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

খবরে বলা হয়, মঙ্গলবার রাতে বিকট বিস্ফোরণ শুনতে পান স্থানীয়রা। পরে আগুনের ঘটনা জানা যায়। স্থানীয়রাসহ উদ্ধারকারীরা কাজ করছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ভবন থেকে অন্তত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই পাশের ভবনের ছাদে পড়ে আহত হন। 

গত বছর দক্ষিণ ভিয়েতনামে একটি কারাওকে ক্লাবে আগুন লেগে ৩৩ জনের মৃত্যু হয়েছিল। 

LEAVE A REPLY