পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান এবং তাঁর দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির বিচারিক রিমান্ড ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এক বিশেষ আদালত গতকাল সাইফার মামলায় তাঁদের রিমান্ড বাড়িয়েছেন। তোশাখানা মামলায় ইমরানের কারাদণ্ডাদেশ আদালত স্থগিত করার পর জানানো হয়, তিনি সাইফার মামলায় বিচারিক রিমান্ডে রয়েছেন। গত সপ্তাহে সেই রিমান্ডের মেয়াদ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
সূত্র : দ্য ডন