পূবাইলে অটো-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৪

গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পূবাইল থানার কলেজ গেট ও রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে প্রাণ আরএফএলের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ- ১২-৩৫৮২) ও অটো রিকশা মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন।

অটো রিকশাটি দূমড়েমূচরে সড়কের পাশে পড়ে যায়। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। 
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ৬ জন রাজমিস্ত্রি ও যোগালি নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এসময় কালীগঞ্জগামী প্রাণ আরএফএলের ওই কাভার্ডভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়। 

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়ার পথে অপর এক জন মারা যান।

পূবাইল থানার এসআই রাসেদুর রহমান যুগান্তরকে জানান কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। 

LEAVE A REPLY