সংগৃহীত ছবি
অভিনেত্রী রেখার বয়স ৭০ ছুঁইছুঁই। তবে এখনো ‘চিরসবুজ’ তিনি। এই বয়সেও তার রূপে মুগ্ধ অনুরাগীরা। এখনো একঝলক দেখতে পেলে তাকে ঘিরে ধরেন তারা।
যেকোনো অনুষ্ঠানে তার ছবি তুলতে মুখিয়ে থাকেন ভক্তরা।
এক অনুষ্ঠানে চিত্রগ্রাহকদের ছবি তোলার পর তার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক অনুরাগী। তার বায়না শুনে সেখানেই তাকে চড় মারলেন রেখা!
এই অনুষ্ঠানে সাবেকি সাজে হাজির হয়েছিলেন রেখা। তাকে দেখেই তার ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন চিত্রগ্রাহকরা।
তাদের মধ্যে ছিলেন এক অনুরাগীও। রেখার সঙ্গে একটি সেলফি তুলবেন, এই আবেদন ছিল তার। অভিনেত্রীর কাছাকাছি আসতেই দিল চড়! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
যদিও রাগের বশে অনুরাগীকে চড় মারেননি রেখা।
ভিডিও থেকে স্পষ্ট, মজার ছলেই ওই কাজ করেছিলেন ‘সিলসিলা’খ্যাত অভিনেত্রী। ভিডিওতে অনেকে কমেন্টে বলেছেন, ‘গালে রেখার হাত পড়েছে, উনি সাত দিন আর স্নানই করবেন না!’
রেখা কয়েক মাস আগে নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। শোনা যায়, তার সঙ্গেই নাকি একত্রে থেকেছেনও অভিনেত্রী।
রেখা ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন। যদিও সেই বিয়ে টেকেনি।
মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তার পর থেকে ‘সিঙ্গেল’ রেখা।