সামান্থা ও নাগা
২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় সামান্থা রুথ প্রভুর সঙ্গে। বিস্মিত হয়েছিলেন ভক্তরা ‘এও কী সম্ভব’? এর পরেই নাগা চৈতন্যের নাম জড়ায় শোভিতা ধুলিপালার সঙ্গে। যদিও প্রেমের গুঞ্জন স্বীকার করেননি কেউই।
এবার সূত্র জানাচ্ছে, বিচ্ছেদের দু’বছরের মধ্যেই নাকি আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা! তবে পাত্রী কিন্তু শোভিতা নন।
সূত্র আরও জানাচ্ছে, ছেলের দ্বিতীয় বার বিয়ে দেওয়ার জন্য নাকি উঠে পড়ে লেগেছেন বাবা নাগার্জুন।
নিউজ এইটিনের বরাত দিয়ে কইম্নই ডটকম জানাচ্ছে, মেয়েও নাকি ঠিক হয়ে গেছে। তবে না, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সেই মেয়ের নাকি কোনও যোগাযোগ নেই। তিনি নাকি, এক ব্যবসায়ী পরিবারের অন্তর্ভুক্ত।
এরইমধ্যেই নাকি দুই পরিবারের কথাও হয়ে গেছে। যদিও নাগার সম্মতি আছে কিনা তা জানা যায়নি। শুধু তাই নয়, এ নিয়ে স্পিকটি নট দুই পরিবারই।
যদিও কিছুদিন আগে শোভিতার সঙ্গে নাগার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।
অনেকেই মনে করেছিলেন শোভিতাকে বিয়ে করবেন। তবে সেটা মিথ্যে হয়ে যাচ্ছে।
এই মুহূর্তে বিদেশে রয়েছেন সামান্থা। সেখানে চলছে তাঁর পেশীপ্রদাহের চিকিৎসা। কিছু দিন আগেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর ছবি ‘কুশি’ মুক্তি পায়।
ওদিকে নাগাকে শেষ দেখা গেছে অ্যাকশন থ্রিলার ছবি ‘কাস্টডি’তে।