শুরু হল ফারিণের ওয়েবফিল্মের শুটিং

নাটকে এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কিছুদিন আগে নতুন ওয়েব ফিল্মে অভিনয়ের কথা জানিয়েছিলেন তিনি। তাও তার অভিনীত প্রথম নাটক ‘প্রাক্তন বয়ফ্রেন্ড’র পরিচালক কাজল আরেফিন অমি’র নির্মাণে। ওয়েব ফিল্মটির নাম ‘অসময়’। চলতি মাসেই এ ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। কথা অনুযায়ী এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। 

জানা গেছে, টানা এক মাস শুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। তিনি জানিয়েছেন, ফিল্মে এ সময়ের গল্প তুলে ধরা হবে। বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ যা না, তাই দেখানোর জন্য ব্যস্ত। ছোট ছোট বিষয় নিয়ে শো-অফ করতে চায়। আর এতেই পড়তে হয় নানান বিপাকে। 

এই প্রক্ষাপটেই তৈরি হচ্ছে সিনেমাটি। এ ওয়েব ফিল্মে ভিন্নরকম চরিত্রে দেখা যাবে ফারিণকে। চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিণ বলেন, ‘আমাকে বিশ্বাস এবং আমাকে গ্রহণ করার জন্য আমার প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এটি কেবল শুরু। আমাদের সীমানা অসীম। আরও অনেক দূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

LEAVE A REPLY