‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে আট বছরের বিরতি ভেঙে বড় পর্দায় হাজির হন মাহফুজ আহমেদ। সে সময় যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সামনে আরও বড় চমক নিয়ে আসছেন তিনি। ঠিক তাই, এবার একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে হাজির হলেন এ অভিনেতা। তাও শাফায়েত মনসুর রানার প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’তে।
জানা গেছে, এ সিরিজের গল্প আবর্তিত হবে আনিস আহমেদকে নিয়ে। তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ। যার জীবন হুট করে পাল্টে যায় যখন সে নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে।
এদিকে তাকে খুঁজে না পাওয়ায় পুরো শহরজুড়ে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। এখানে মাহফুজ আহমেদ অভিনয় করেছেন আনিস আহমেদ চরিত্রে। চরিত্রটি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘চিত্রনাট্য পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম। তারপরও ওটিটিতে এটি আমার প্রথম কাজ, তাই দর্শকদের কেমন লাগলো তা জানার জন্য অপেক্ষায় আছি।’
সিরিজটিতে মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী অপি করিম। ৫ অক্টোবর থেকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ দেখা যাবে সিরিজটি।