ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচেই চোট পেয়েছিলেন নাসিম শাহ।
এশিয়া কাপে ইনজুরিতে আক্রান্ত হওয়া পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ এবার বিশ্বকাপ মিস করার শঙ্কায় আছেন। ভারতের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে তিনি দলের শেষ ম্যাচে খেলতে পারেননি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আশঙ্কা করেছিলেন, নাসিম হয়তো বিশ্বকাপের শুরুর ম্যাচগুলো খেলতে পারবেন না। কিন্তু এখন মনে করা হচ্ছে, পুরো বিশ্বকাপেই পাওয়া যাবে না এই গতিতারকাকে!
নাসিম শাহর কাঁধের স্ক্যান রিপোর্ট পাকিস্তান দলের জন্য বড় দুঃসংবাদ বয়ে এনেছে।
জানা গেছে, এই ডানহাতি পেসার কাঁধে যে চোট পেয়েছেন, সেটা চিকিৎসকদের প্রাথমিক অনুমান থেকেও গুরুতর! এ কারণেই আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মিস করতে পারেন নাসিম। শুধু বিশ্বকাপই নয়, তাকে আগামী ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে! তবে এখনই নাসিমকে নিয়ে আশা ছাড়ছে না পিসিবি। তারা আরো একবার স্ক্যান করিয়ে নিশ্চিত হতে চায়।
বিশ্বকাপে পাকিস্তান নাসিমকে না পেলে তা যে বড় ক্ষতি হবে সেটা বলাই যায়।
ভারতের বিরুদ্ধে ২২৮ রানে হেরে যাওয়া ম্যাচটিতে পাকিস্তানের আরেক পেসার হারিস রউফও চোট পেয়েছিলেন। তবে প্রাথমিক পরীক্ষায় রউফের চোট গুরুতর নয় বলে জানা গেছে। এবার যদি নাসিম না খেলতে পারেন, তাহলে বিশ্বকাপে পাকিস্তান মিস করবে তাদের নতুন পেস ত্রয়ীকে। আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।