দলীয় অর্ধশতক হাঁকিয়ে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজের সামনে দাঁড়াতেই পারলেন না শ্রীলঙ্কার ব্যাটাররা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস। অর্থাৎ ৫১ রান করলেই রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতবে ভারত।

ব্যাট করতে নেমে প্রথম ওভারে জসপ্রীত বুমরাহর বলে আউট হন কুশল পেরেরা।

রানের খাতাই খুলতে পারেননি এই বাঁহাতি। এরপর রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটান মোহাম্মদ সিরাজ। চতুর্থ ওভারে তুলে নেন ৪টি উইকেট। এরপর লঙ্কান দলপতি দাসুন শানাকা ও কুশল মেন্ডিসকেও সাজঘরে পাঠান তিনি।

৭ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ৬টি উইকেট নেন সিরাজ। ওয়ানডেতে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লালাগে, দুশান হেমন্ত, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

LEAVE A REPLY