৯০০ মিলিয়ন আয় ছাড়াল ওপেনহাইমারের

‘ওপেনহাইমার’

বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ মুক্তির পরপরই সাড়া ফেলে দেয় প্রেক্ষাগৃহে। রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর নির্মিত সিনেমাটি দর্শক ও সমালোচক উভয়ের কাছে প্রশংসিত হয়েছে। ক্রিস্টোফার নোলান পরিচালিত ঐতিহাসিক ড্রামাটির আয় বর্তমানে বিশ্বব্যাপী ৯০০ মিলিয়ন ছাড়িয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর নির্মিত সিনেমাটি এই সপ্তাহান্তে বিশ্বব্যাপী ১২.৮ মিলিয়নের বেশি আয় করেছে, যার মধ্যে ২.১ মিলিয়ন দেশীয় বক্স অফিসে এবং ১০.৭ মিলিয়ন আন্তর্জাতিক বাজার থেকে।

বক্স অফিস সূত্র অনুসারে, মুক্তির ৯ সপ্তাহ পরে ওপেনহাইমারের মোট আয় ৯১২ মিলিয়ন। এটি  উত্তর আমেরিকার বক্স অফিসে আয় করেছে ৩১৮ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে তুলে নিয়েছে ৫৯৪ মিলিয়ন।

1

কমস্কোরের একজন সিনিয়র বিশ্লেষক পল ডারগারবেডিয়ান বলেছেন, ‘ওপেনহেইমারের জন্য থিয়েটারে মাত্র ৯ সপ্তাহের মধ্যে ৯০০ মিলিয়ন অতিক্রম করা একটি অসাধারণ অর্জন। এটি দেখিয়ে দিয়েছে যে কিভাবে একজন সুপারস্টার পরিচালক এবং তারকাখচিত কাস্টের সাথে একটি আশ্চর্যজনক চলচ্চিত্র তিন ঘণ্টার ঐতিহাসিক মহাকাব্যকে একটি ব্লকবাস্টার হিটে পরিণত করতে পারে।

’ 

এ বছর ‘বার্বি’  (১.৪১বিলিয়ন) এবং ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’ (১.৩৬ বিলিয়ন)-এর পর ‘ওপেনহেইমার’ প্রত্যাশা ছাপিয়ে আয় করেছে। এই হারে এক বিলিয়ন লক্ষ্যে পৌঁছনো অসম্ভব নয়, তবে এর জন্য ওপেনহাইমারকে আরো কয়েক সপ্তাহ থিয়েটারে দর্শক ধরে রাখতে হবে। তবে ভালো বক্স অফিস আয়ের পাশাপাশি সিনেমাটি সমালোচকদের মন জয় করেছে। এটির নির্মাণ, ঐতিহাসিক প্রেক্ষাপটকে দুর্দান্ত আঙ্গিকে পর্দায় তুলে ধরার পাশাপাশি এর তারকাদের অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী।

ক্রিস্টোফার নোলান রচিত এবং পরিচালিত চলচ্চিত্রটি কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের ‘আমেরিকান প্রমিথিউস’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিলিয়ান মারফি। আরো রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডির মতো তারকা।

সূত্র : ভ্যারাইটি

LEAVE A REPLY