বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস এডিবির

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬.৫ শতাংশ। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় চলতি অর্থবছরে এ অর্জন বেশি হবে—এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে মূল্যস্ফীতি কমারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

গতকাল বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

বলা হয়েছে, মূল্যস্ফীতি ২০২২-২৩ অর্থবছরের ৯ শতাংশ থেকে কমে চলতি অর্থবছরে ৬.৬ শতাংশে নেমে যেতে পারে। 

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেছেন, সরকার বাহ্যিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে তুলনামূলক ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে।

LEAVE A REPLY