বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস।
এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্রামে থাকছেন। দীর্ঘদিন পর বাংলাদেশের একাদশে ফিরলেন মাহমুদ উল্লাহ রিয়াদ।
সাবেক অধিনায়ক তামিম ইকবালও খেলছেন আজ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচের পর অবসরের ঘোষণা দেন। পরে সেটি ভাঙলেও পিঠের চোটের কারণে এশিয়া কাপ খেলতে পারেননি।
ছেড়ে দেন নেতৃত্বও।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।