বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম

আরেকটি বিশ্বকাপের আগে আবারও বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছে শ্রীধরন শ্রীরাম। আজ (বৃহস্পতিবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসামের গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেখানেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শ্রীরাম।

২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব পালন করেন শ্রীরাম। এবারও একই দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্বকাপের শুরু থেকে থাকবেন পুরো আসর জুড়ে।

গত বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে হুট করে টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় জাতীয় দলের সে সময়ের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।

বিশ্বকাপের আগে দায়িত্ব পেয়ে দল পুনর্গঠনের কাজ করেন শ্রীরাম। যদিও তার পদবি প্রধান কোচ নয়, এবারের মতোই ছিল টেকনিক্যাল কনসালট্যান্ট।

LEAVE A REPLY