দুই বছর পর ওয়ানডে দলে সৌম্য; আছেন বিশ্বকাপ ভাবনাতেও

দীর্ঘদিন ধরে ফর্মের সঙ্গে লড়াই করে চললেও বাংলাদেশের ক্রিকেটে সব সময়ই প্রাসঙ্গিক সৌম্য সরকার। একসময় যার ব্যাটিং দেখে মুগ্ধ হতে হতো, সেই সৌম্য ফর্ম হারিয়ে আর ফিরে পাচ্ছেন না! বছরের পর বছর কেটে যাচ্ছে, সৌম্য যেন এক জায়গাতেই আটকে আছেন। তার পরও বারবার জাতীয় দলের আলোচনায় তিনি চলে আসেন। তাকে ফর্মে ফেরাতে একের পর এক সুযোগ দেওয়া হয়।

সব কিছুই সৌম্যর সামর্থ্যের ওপর বিশ্বাস থেকে।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেও ফের আলোচনায় সৌম্য। এমনকি সদ্যঃসমাপ্ত এশিয়া কাপের আগেও তিনি আলোচনায় ছিলেন। এবার শুধু আলোচনায় নয়, আজ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি একাদশে আছেন।

দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে একাদশে সুযোগ পেলেন সৌম্য। ২০২১ সালের ২৬ মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। টাইগারদের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের ‘প্রিয় শিষ্য’ হিসেবে তার পরিচিতি আছে। তবে শুধু হাতুরা নয়, দেশের ক্রিকেটাঙ্গনে সৌম্যর এখন অনেক ভক্ত।

তারা এখনো চান, সৌম্য ফিরে পান তার পুরনো ফর্ম।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। ফিরেছেন ওপেনার তামিম ইকবাল এবং আরেক অভিজ্ঞ মাহমুদ উল্লাহ রিয়াদ। প্রশ্ন উঠতেই পারে, ওপেনিং এবং ৭ নম্বর পজিশনে দুই অভিজ্ঞ থাকার পরও সৌম্য কেন একাদশে? খোঁজ নিয়ে জানা গেছে, ঘরোয়া এবং ‘এ’ দলের হয়ে কোনো রকম পারফরম না করতে পারলেও বিশ্বকাপ বিবেচনায় আছেন সৌম্য! কারণ ৩০ বছর বয়সী এই ক্রিকেটার একই সঙ্গে বিকল্প ওপেনার, সাত নম্বরের ব্যাটিং এবং মিডিয়াম পেস বোলার হিসেবেও ভূমিকা রাখতে পারেন। বিশ্বের যেকোনো দলই এমন বহুমাত্রিক ক্রিকেটার পেতে চায়।

 যে কারণে এই সিরিজে পারফরম করতে পারলে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারেন সৌম্য! অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা সৌম্য কি এবার পারবেন?

LEAVE A REPLY