নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইইউর চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইইউ দল জাতীয়তাবাদী দলসহ সব দলের সঙ্গে আলোচনা করেছে। তাদের নিজস্ব সীমাবদ্ধতা আছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণে আসা না আসা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তাদের সঙ্গে সম্পর্কেও কোনো প্রভাব ফেলবে না।

এর আগে ইসিসচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, বাজেট স্বল্পতার কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের হেড অফিস সিদ্ধান্ত নিয়েছেন তারা নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

LEAVE A REPLY