ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই সিগারেট বিক্রি নিষিদ্ধ করার ভাবনাচিন্তা করছেন সুনাক। ব্রিটেনের সরকারি সূত্র এই তথ্য জানিয়েছে। গত বছর নিউজিল্যান্ডও সিগারেটবিরোধী কিছু পদক্ষেপ নিয়েছিল। দেশটির সরকার বলেছিল, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মেছেন, তাদের কাছে সিগারেট বিক্রি করা যাবে না।
এবার ঋষি সুনাকও সেই পথে হাঁটছেন বলে ধারণা করছে সবাই।
ব্রিটেনে আগামী বছরে নির্বাচন হতে পারে। তার কথা মাথায় রেখেই জনমুখী বেশ কিছু প্রকল্প চালু করতে পারেন সুনাক।
ব্রিটেনের তরুণ প্রজন্ম যাতে সিগারেট কিনতে না পারে এ জন্য ঋষি সুনাক এমন নিয়ম আনছেন।
বরং ই-সিগারেট ব্যবহারে নাগরিকদের উৎসাহ দিচ্ছে তার সরকার। বিনা মূল্যে ই-সিগারেট বিলিও করা হচ্ছে বলে জানা গেছে। তবে ই-সিগারেট সম্পূর্ণ নিরাপদ না হলেও সাধারণ সিগারেটের তুলনায় স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকি কম।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রশ্নের উত্তরে ব্রিটেন সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে ‘ধোঁয়ামুক্ত’ করে তোলা।
সেই লক্ষ্য পূরণের জন্য নাগরিকদের সিগারেট ছাড়তে নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে।
সূত্র : আনন্দবাজার