শামির পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া অলআউট

বল হাতে আগুন ঝরালেন মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তার শিকার পাঁচ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার তিনি পাঁচ বা ততোধিক উইকেট নিলেন। অজিদের হয়ে একমাত্র ফিফটি উপহার দিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

৫০ ওভারে অস্ট্রেলিয়া ২৭৬ রানে অলআউট হয়ে গেছে।

মোহালিতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। দলীয় ৪ রানেই মিচেল মার্শকে (৪) শুভমান গিলের তালুবন্দি করেন শামি। এরপর অবশ্য ৯৪ রানের জুটি গড়েন ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ।

সাম্প্রতিক সময়ে রানে ফেরা ওয়ার্নার ৪৯ বলে ফিফটি পূরণ করেন। তবে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ৫৩ বলে ৬ চার ২ ছক্কায় ৫২ রানেই থামে তার ইনিংস। অন্যদিকে মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে স্মিথ করেন ৩ চার ১ ছক্কায় ৪১ রান। এরপর মার্নাস লাবুশানে আর ক্যামেরন গ্রিন ৪৫ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন।

যদিও কোনো জুটিই লম্বা হচ্ছিল না। গ্রিন রানআউট হন ৩১ রানে। আর লাবুশাণে ৪৯ বলে ৩৯ রানে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। ৬ষ্ঠ উইকেটে মার্কাস স্টয়নিস আর জস ইংলিশ মিলে ৪৩ বলে ৬২ রানের ঝড়ো জুটি উপহার দেন। ৪৫ বলে ৩ চার ২ ছক্কায় ৪৫ করা ইংলিশকে ফেরত পাঠান বুমরাহ।

স্টয়নিস করেন ২১ বলে ২৯ রান। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যান অ্যাডাম জাম্পা (২)। চোট কাটিয়ে ফেরা অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ২১* রানে অপরাজিত থাকেন। শামি ১০ ওভারে ১ মেডেনসহ ৫১ রানে নেন ৫ উইকেট। এছাড়া ১টি করে নিয়েছেন বুমরাহ, জদেজা এবং অশ্বিন।

LEAVE A REPLY