যে কারণে একাদশে নেই তানজিম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। মাঠের বাইরের ঘটনায় সাম্প্রতিক সময়ে বিতর্কিত এই পেসারের জায়গায় নেওয়া হয়েছে বিশ্বকাপ সামনে রেখে বিশ্রামে থাকা হাসান মাহমুদকে। আজকের ম্যাচে তিনি একাদশেও আছেন। কিন্তু তানজিমের ছিটকে যাওয়ার কারণ কী?
গতকাল শুক্রবার রাতে দ্বিতীয় ওয়ানডের দলে হাসান মাহমুদের অন্তর্ভূক্তির কথা জানায় বিসিবি।

তবে এর পেছনে আনু্ষ্ঠানিকভাবে কোনো কারণ ব্যখ্যা করা হয়নি। কারও চোটাঘাতের কথাও জানানো হয়নি বিসিবির বিবৃতিতে। তবে বিসিবির সূত্রে জানা গেছে, তানজিম সাকিব কুঁচকির চোটে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত খবর হলো, সেই চোট গুরুতর নয়।

তবে সতর্কতা হিসেবে তাকে একাদশের বাইরে রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন আছে। তানজিমের জায়গায় হাসানের আগমন ছাড়াও নুরুল হাসান সোহানকে বসিয়ে অভিষেক ঘটানো হয়েছে পেসার খালেদ আহমেদের। নিজের প্রথম ওভারেই খালেদ উইকেটও পেয়েছেন।

মিরপুরে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান।

LEAVE A REPLY