‘গাদার ২’কে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে জওয়ান

মুক্তির আগে থেকেই ধারনা করা হচ্ছিল ‘জওয়ান’ বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে। ঘটলও তাই। প্রথম দিন থেকে বক্স অফিসে যে সুনামি শুরু হয়েছে, ১৫ দিন শেষেও তা অব্যাহত রয়েছে। মুক্তির মাত্র তৃতীয় সপ্তাহেই হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছি সিনেমাটি।

প্রথম স্থানটিও কিং খান শাহরুখেরই দখলে!

শাহরুখ খানের জওয়ান মুক্তির তৃতীয় সপ্তাহে প্রবেশ করছে এবং এখনও বক্স অফিসে শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার জওয়ান ৮.৮৫ কোটি রুপি আয় করেছে, যার ফলে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬.৭৩ কোটি রুপি। এটি পাঠানের (৫৪৩.০৫) পর বছরের দ্বিতীয়-সর্বোচ্চ আয়কারী সিনেমা। 

1

সাম্প্রকি সময়ে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার ২’ বক্স অফিসে ঝড় তোলে সর্বোচ্চ আয়ের রেকর্ডে পাঠানের ঠিক নীচেই এসে দাঁড়িয়েছে।

৪১ দিনে ৫২১.১৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। পাঠানের পর দ্বিতীয় সিনেমা হিসেবে হিন্দি চলচ্চিত্রে সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছিল ‘গাদার ২’। তবে সেই রেকর্ড একমাসও দীর্ঘস্থায়ী হলো না! কিছুদিনের ব্যবধানেই সানি দেওলের ‘গাদার ২’কে টপকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে শাহরুখের জওয়ান। এখন সর্বকালের সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমার তালিকায় প্রথম পাঠান এবং দ্বিতীয় জওয়ান।

এদিকে বক্স অফিস সূত্র মতে, জওয়ান পাঠানের চেয়ে সব ধাপেই এগিয়ে। এটি ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটি এবং ৫০০ কোটি ক্লাবে দ্রুততম প্রবেশকারী সিনেমা। দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ পাঠান ৪৫৮ কোটি রুপি আয় করেছিল, একই সময়ে জওয়ান তার চেয়ে ৬৭.৮৩ কোটি টাকা বেশি আয় করেছে। এছাড়া বিশ্বব্যাপীও জওয়ান দুর্দান্ত সাড়া ফেলেছে। ইতোমধ্যেই ৯০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।

শিগগিরই ১০০০ কোটির ক্লাবে নাম লেখাবে জওয়ান। সেই সঙ্গে শাহরুখ খান হতে যাচ্ছে বলিউডের প্রথম অভিনেতা যার পরপর দুটি সিনেমা ১ হাজার কোটির আয় ছাড়াবে।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। 

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY