অভিনেতা দেব
মুখ ভর্তি দাড়ি, এলোমেলো চুল। মুখে নানারকম ক্ষতের দাগ! চোখে বিদ্রোহের আগুন। এমনই এক ভিন্ন লুক নিয়ে সামনে এলেন কলকাতার সুপারস্টার দেব।
স্বদেশী আন্দোলনের স্বার্থে সংগ্রামীরা সব সময়ই ছদ্মবেশ নিতেন।
বাঘা যতীনের সেরকমই এক ছদ্মবেশের লুক এবার ধরা পড়েছে দেবের নতুন সিনেমায়। এবার পুজায় যে ধামাকা দেবেন দেব তা বোঝা যাচ্ছে টিজার এবং দেবের শেয়ার করা নানা লুক থেকেই।
সাম্প্রতিক সময়ে একের পর এক দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করছেন দেব। রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই সিনেমার বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে টলিউড সুপারস্টার বেশ সচেতন হয়ে উঠেছেন।
এমনকি সিনেমার চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও তারকা সংসদ সদস্য টলিউডের অন্য নায়কদের তুলনায় এগিয়ে রয়েছেন। কখনও গোয়েন্দা হিসেবে আবার কখনও ফুটবলারের ভূমিকায় দেশপ্রেম ফুটিয়ে তুলছেন দেব। ‘গোলোন্দাজ’-এর পর ‘রঘু ডাকাত’ রয়েছে পাইপলাইনে। সেই সিনেমার কাজে হাত না দিলেও তার আগেই ‘বাঘাযতীন’-এর ভূমিকায় আত্মপ্রকাশ করে ফেলেছেন টলিউড অভিনেতা।
বারবার তার সিনেমায় দেশপ্রেমের গল্প ঘুরেফিরে আসছে।
কিছুদিন আগেই সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। ক্যাপশনে লিখেছিলেন, “যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর- বাঘা যতীন।” সঙ্গে ব্যবহার করেছিলেন গ্রাফিক্যাল মোশ।
তারপর সাধুর বেশে ছবি পোস্ট করেও চমকে দিয়েছিলেন। অরুণ রায়ের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন দেব ও সৃজা।