গায়েহলুদ সম্পন্ন, আগামীকাল বিয়ে পরিণীতি-রাঘবের

পরিণীতি-রাঘব (পূর্বের ছবি)

চলতি বছরের মে মাসে বাগদান সম্পন্ন করেছেন। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত বলিউড-রাজনৈতিক জুটি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। রবিবার (২৪ সেপ্টেম্বর) জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছন পরিণীতি ও রাঘব। আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা।

রবিবার দুপুরেই এক হবে রাঘব-পরিণীতির চার হাত। 

এর আগেই উদয়পুরে শুরু হয়ে গেছে বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে সুফি নাইটের পর শুক্রবার উদয়পুর লীলা প্যালেসে হয়ে গেল মেহেদি অনুষ্ঠান। দুই তারকার বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের।

বিবাহপূর্ব অনুষ্ঠানের ছবি বা ভিডিও প্রকাশ্যে না এলেও প্রতি মুহূর্তে আপডেট আসছে সামাজিক মাধ্যমে।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়েহলুদের শুভলগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের উপস্থিতিতে পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হয়েছে জুটির। আসর জমেছে হিট পাঞ্জাবি গানে।

সূত্রের খবর অনুসারে, গায়ে হলুদ মেখেই জমিয়ে নেচেছেন রাঘব-পরিণীতি। গায়েহলুদের পর নাকি হবু স্ত্রীর সঙ্গে ছবির জন্য পোজও দিয়েছেন আম আদমি পার্টির নেতা। 

1
হোটেলের সমস্ত কর্মী ও অতিথিদের ফোনের ক্যামেরা ঢেকে দেওয়া হয়েছে লাল টেপ দিয়ে

এই জুটির বিয়ে উপলক্ষে বলিউড থেকে মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী, ব্রহ্মকুমারীরা হাজির হয়েছেন উদয়পুরে। শনিবার সন্ধায় নব্বইয়ের দশকের বলিউডি গানে মাতবে সংগীতের আসর। তবে পরিণীতির দিদি প্রিয়াঙ্কা বিয়েতে আসছেন কি না, তা এখনো জানা যায়নি।

পরিণীতি-রাঘবের বিয়ে ঘিরে ইতিমধ্যে আরো তৎপর হয়ে উঠেছে হোটেল কর্তৃপক্ষ। হোটেলের সমস্ত কর্মী ও অতিথিদের ফোনের ক্যামেরা ঢেকে দেওয়া হয়েছে লাল টেপ দিয়ে। কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়েতে। বিয়েতে যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে তা দেখতে তৎপর হোটেল কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা রাখা হয়েছে। রাঘব ও পরিণীতির বিয়ের অনুষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে আপলোড করা নিয়েও কিছু সতর্কীকরণ রয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY