ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা

লেবাননের বিতর্কিত সীমান্ত এলাকায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ইসরাইলি সেনারা।  এ ঘটনায় লেবানন-ইসরাইল সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। 

শনিবার লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি শত্রুরা লেবাননের বাহিনীর দিকে বোমা নিক্ষেপ করে।

আল জাজিরা জানিয়েছে, মাউন্ট ডোভ এলাকায় সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশ করা একটি ট্রাক্টর লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। 

এ ঘটনায় আইডিএফ বিবৃতিতে জানিয়েছে, একটি ট্রাক্টর লেবানন থেকে ব্লু লাইন পেরিয়ে মাউন্ট ডোভ এলাকা অতিক্রম করে। লেবানন থেকে একাধিক গ্রেনেডও নিক্ষেপ করা হয়। তবে আইডিএফ গুলি চালালে সরে যায় এটি।

সীমান্ত এলাকায় নতুন করে সংঘাতের ঘটনায় লেবাননকেই দুষছে ইসরাইলি সামরিক বাহিনী।

LEAVE A REPLY