ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের ক্রিকেটাররা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উটকো মন্তব্য করে আলোচনায় আসেন। তাদেরই একজন মোহাম্মদ আসিফ। ফিক্সিংয়ের দায়ে একসময় নিষিদ্ধ হওয়া সাবেক এই পেসার এবার লেগেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের পেছনে। দারুণ ফর্মে থাকা বাবর নাকি প্রচুর ডট বল দেন।
এমনকি আসিফ এই বয়সেও বাবরের বিপক্ষে বোলিং করে নাকি মেডেন ওভার নিতে পারবেন! আসিফের এসব বক্তব্যের পাল্টা জবাব দিলেন বাবর আজমের বাবা।
বাবর আজমকে তিনিই জাতীয় দলে এনেছেন দাবি করে সোশ্যাল মিডিয়ায় আসিফ লিখেছিলেন, ‘ট্রায়ালে মাত্র ২ বল খেলার পরই আমি বাবর আজমকে নির্বাচন করেছিলাম। আপনারা এটা ওর বাবাকেও জিজ্ঞেস করতে পারেন যে আমিই বাবরকে বিটিসিএলের ট্রায়ালে নির্বাচন করেছিলাম। আমি তাকে উঁচু মাপের মনে করি।
সে দেশের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু পাওয়ার প্লেতে ডট দেয় এবং (মোহাম্মদ) রিজওয়ানের ওপর চাপ তৈরি করে। এমনকি এখনো আমি টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের বিপক্ষে মেডেন ওভার করতে পারব। ভালো ডেলিভারি দিলে সে বল মারতে পারে না।
’
আসিফের এসব বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়। অনেকেই বলতে থাকেন, আসিফের মতো একজন ফিক্সারের কাছ থেকে পাকিস্তানের সেরা ব্যাটারের সমালোচনা তারা শুনতে চান না। সমালোচনায় যোগ দিয়েছেন বাবর আজমের বাবা আজম সিদ্দিকী। তিনি আসিফকে সূক্ষ্মভাবে অপমান করে দিয়েছেন। ইনস্টাগ্রামে লম্বা লেখার শেষদিকে আজম সিদ্দিকী লিখেছেন, ‘প্রিয় মোহাম্মদ আসিফ, যদি কখনো সময় আসে তাহলে আপনাকে শ্রদ্ধা জানাতে বাবর ইচ্ছে করেই আপনার বিপক্ষে একটা ওভার মেডেন দেবে।
’