স্প্যানিশ লা লিগার ম্যাচে রবিবার রাতে আলভারো মোরাতার জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদ হেরেছে ৩-১ গোলে। লিগে টানা পাঁচ জয়ের পর ষষ্ঠ ম্যাচে এসে হারের স্বাদ পেল রিয়াল। এমন হারের জন্য দলের রক্ষণভাগকে দায়ী করেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে রিয়াল বস বলেন, ‘আমাদের আজ রক্ষণভাগে সমস্যা ছিল, যা গত কয়েক ম্যাচে দেখা যায়নি।
মাত্র ৪৫ মিনিটে তারা আমাদেরকে তিন গোল দিয়েছে। আজকের রাতটা মোটেই ভালো যায়নি। প্রথমার্ধে পুরো দলের মধ্যে অগোছাল ভাব দেখা গেছে, সেই সুযোগটাই অ্যাতলেতিকো কাজে লাগিয়েছে।’
দুই গোল করে উচ্ছ্বসিত মোরাতা বলেন, ‘সবচেয়ে জরুরি হলো দলে আমি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছি।
হতে পারে তা অন্য যেকোনো বছরের তুলনায় একটু বেশি। আশা করছি, জয়ের এই ধারা বজায় রাখতে পারব। কারণ অ্যাতলেতিকোর হয়ে আমি সত্যিকার অর্থেই শিরোপা জিততে চাই। সমর্থকদের জন্য আমি দারুণ খুশি।
যেকোনো ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাই মূল ভূমিকা পালন করে। আজ আমরা একসঙ্গে তাদের জন্যই খেলেছি।’
অ্যাতলেতিকোর জয়ে লাভ হয়েছে বার্সেলোনার। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল তারা। ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ নেমে গেছে তিন নম্বরে।
আর ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো অ্যাতলেতিকো।