ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা কিংবদন্তি পেস বোলিং অলরাউন্ডার কপিল দেবকে নিয়ে গুজব ছড়িয়েছে ইন্টারনেটে। যাতে অবদান আছে আরেক সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরেরও। সেই ভিডিও পোস্ট করে ক্ষমতাসীন বিজেপির এই সাংসদ নেপথ্যের আসল ঘটনা জানতে চেয়েছেন।
গম্ভীর যে ভিডিও প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে, কপিলের মতো দেখতে একজনের হাত ও মুখ বেঁধে দুজন টানতে টানতে নিয়ে যাচ্ছে।
সেই ব্যক্তিকে একবার অসহায়ভাবে পেছনে তাকাতেও দেখা গেছে। সেই মানুষটি দেখতে অবিকল কপিল দেবের মতো! তাহলে কি কপিল দেবের কোনো বিপদ হয়েছে? ভিডিও পোস্ট করে গম্ভীর লিখেছেন, ‘এই ভিডিও কি আরো কেউ পেয়েছে? আশা করছি ভিডিওর ব্যক্তি সত্যিই কপিল নন। আশা করছি তিনি সুস্থ আছেন।’
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেলে সেটা নজরে আসে কপিলের ম্যানেজার রাজেশ পুরীর।
তিনি আসল ঘটনা জানিয়ে বলেন, ভিডিওর ব্যক্তি কপিল হলেও তিনি সত্যি সত্যি অপহৃত হননি। পুরোটাই একটি বিজ্ঞাপনের অংশ। রাজেশ বলেন, ‘কপিল সুস্থ আছেন। যে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা একটা বিজ্ঞাপনের অংশ।
সেই বিজ্ঞাপনে অভিনয় করেছেন কপিল।’
দেখুন সেই ভিডিও :