শরীফুলের জোড়া আঘাতে বাংলাদেশের লড়াই

বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও উইল ইয়াং ওপেনিং জুটিতেই ম্যাচটা সফরকারীদের জন্য সহজ করে ফেলছিলেন। তবে সেটা হতে দেননি শরীফুল ইসলাম। 

জোড়া আঘাতে শরীফুল বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন।

অ্যালেন ও ইয়াংয়ের জুটি তখন ৪৯ রানে। ইনিংসের দশম ওভারে আক্রমণে আসেন শরীফুল। দ্বিতীয় ও তৃতীয় বলে ফেরান অ্যালেন ও অভিষিক্ত ডিন ফক্সক্রফটকে। 

অ্যালেনকে ব্যক্তিগত ২৮ রানে নাসুম আহমেদের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন শরীফুল।

শরীফুলের শর্ট বলে পুল করেছিলেন অ্যালেন। তবে অফ স্টাম্পের বেশ বাইরে থেকে টেনে খেলতে চেয়েছিলেন তিনি। ডিপ মিডউইকেটে নাসুমের হাতে ধরা পড়েন। 

ওই ৪৯ রানেই দুর্দান্ত এক ডেলিভারিতে ফক্সক্রফটকে বোল্ড করেন শরীফুল।

টানা দুই উইকেট নিয়ে উজ্জীবিত হয়ে ওঠে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। এই মুহূর্তে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের হাল ধরেছেন ইয়াং ও হেনরি নিকোলাস। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৯৩ রান।

LEAVE A REPLY