নানা আয়োজনে দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার সারা দেশে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ পালিত হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে বিশ্বব্যাপী এই দিনকে ‘বিশ্ব পর্যটন দিবস’ হিসাবে পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মুজিব’স বাংলাদেশ’ প্রচারের অংশ হিসাবে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। এছাড়া কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটন মেলার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। এতে দেশি-বিদেশি সব শ্রেণির মানুষকে স্বল্প খরচে বাংলাদেশ ভ্রমণে এবং অন্যান্য পর্যটন সুবিধাদি প্রদানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY