তামিম ইকবাল
বাংলাদেশের বিশ্বকাপ দল ভারতে রওনা দেওয়ার পর আগের ঘোষণা অনুযায়ী ভিডিও বার্তায় কথা বলেছেন তামিম ইকবাল। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর তার ফিজিও রিপোর্টের ব্যাপারে পরিষ্কার করেছেন তামিম। তামিম বলেছেন, রিপোর্টের ব্যাপারে তিনি যে কথা বলছেন সেটা যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, সেটা নিতে তিনি প্রস্তুত।
রিপোর্টের বিস্তারিত তুলে ধরার আগে তামিম বলেছেন, ‘এক্সাক্টলি যে কথাটা ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করি।
কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়, তারা মোস্ট ওয়েলকাম। পাবলিক ফোরামে বসেন, বলেন যে আমি ভুল করেছি।’
এরপর তামিম রিপোর্ট নিয়ে বলেছেন, ‘ফিজিওর রিপোর্ট যেটা ছিল, আমার কন্ডিশনটা বলা হয়েছিল। প্রথম ম্যাচের পর এমন পেইন হয়েছে।
দ্বিতীয় ম্যাচের পর এমন পেইন হয়েছে। আর আজকের দিন হিসাবে হি ইজ অ্যাভেইলেবল ফর সিলেকশন ফর দ্য টুয়েন্টি সিক্সথ (২৬ সেপ্টেম্বর) গেম। বাট মেডিক্যাল ডিপার্টমেন্ট মনে করে যদি আমি রেস্ট নিই, টুয়েন্টি সিক্সথ আমাদের অনুশীলন ছিল, টুয়েন্টি সেভেনথ আমাদের ট্রাভেলিং ছিল, টুয়েন্টি এইটে আমাদের একটা প্র্যাকটিস গেম। তারপর ১-২ তারিখে আরেকটি প্র্যাকটিস গেম।
আমি যদি এখন রেস্ট নিই, আমি যদি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা খেলি তাহলে পর্যাপ্ত সময় পাব। রিহ্যাবও হয়ে যাবে, ওভারঅল ১০ সপ্তাহের রিহ্যাব হয়ে যাবে। সে ক্ষেত্রে প্রথম ম্যাচটা খেলার জন্য খুব ভালো অবস্থায় থাকব।’
গুঞ্জন উঠেছিল, চোটের কারণ দেখিয়ে বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে চান না তামিম। বিষয়টি পুরোপুরি গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে তামিম বলেছেন, ‘কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ-দুই ম্যাচ, ইনজুরি, খেলতে পারব না এত কিছু।
হ্যাঁ, আমার শরীরে পেইন ছিল, যেটা অস্বীকার করছি না। বেসিক্যালি এটা হয়েছে। তারপর যেটা ঘটেছে, আমার কাছে যেটা মনে হয় মিডিয়াতে যেটা আসতেছে ইনজুরি, পাঁচ ম্যাচ―আমার কাছে মনে হয় না বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। কারণ আমি যেহেতু ইনজুরড হইনি এখনো, ব্যথা থাকতে পারে কিন্তু ইনজুরড হইনি এখনো।’