প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মিরাজ

আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু। গুয়াহাটিতে বাংলাদেশ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্রামে থাকায় এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

তবে টস ভাগ্য সঙ্গ দেয়নি মিরাজের।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সাকিব, শান্ত ছাড়াও বিশ্রামে আছেন মুস্তাফিজুর ও শরিফুল। তবে গা গরম ম্যাচ হওয়ায় তারা চাইলে যেকোনো সময় বল করতে পারবে।

বিশ্বকাপের মূল আসর শুরুর আগে অংশ নেওয়া ১০ দলের প্রত্যেকে ২টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।

বিশ্বকাপে বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

LEAVE A REPLY