কিংসের খেলোয়াড়দের ছাড়াই শুরু হচ্ছে ক্যাম্প

আগামী ১২ ও ১২ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। দুই লেগের এই ম্যাচকে সামনে রেখে আগামীকাল থেকে আবাসিক ক্যাম্প শুরু করছে হাভিয়ের কাবরেরার দল। এদিকে ২ অক্টোবর এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম হোম ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ভারতীয় ক্লাব ওড়িশা এফসি।

যে কারণে কিংসের ফুটবলারদের ছাড়াই আজ প্রাথমিক স্কোয়াডের ১৫ সদস্যের আংশিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ। যেখানে জায়গা করে নিয়েছেন নতুন তিন জন। ৫ অক্টোবর বসুন্ধরা কিংসের ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন।

ডাক পাওয়া নতুন তিনজন খেলোয়াড় হলেন গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলা ডিফেন্ডার শাকিল হোসেন, আজমপুরের মিডফিল্ডার জায়েদ আহমেদ ও ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ।

এ ছাড়া প্রাথমিক দলে ফিরেছেন সাজ্জাদ হোসেন। অধিনায়ক জামাল ভূঁইয়া ৩ অক্টোবর আর্জেন্টিনা থেকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবেন। প্রায় দশ দিনের প্রস্তুতির পর দশ অক্টোবর মালদ্বীপে যাবে বাংলাদেশ দল। মালেতে প্রথম লেগের ম্যাচ ১২ অক্টোবর।

আংশিক দল : মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, জায়েদ আহমেদ, রবিউল হাসান, দীপক রায়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল আকাশ।

LEAVE A REPLY